ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ থেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে সংগঠনটিকে নিষিদ্ধ করে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার বিদ্রোহীদের নেতৃত্বে গঠিত হচ্ছে। যার প্রধান হতে যাচ্ছেন মোহাম্মেদ আল-বশির।