সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন বশির

Media

সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার বিদ্রোহীদের নেতৃত্বে গঠিত হচ্ছে। যার প্রধান হতে যাচ্ছেন মোহাম্মেদ আল-বশির।

সরকারবিরোধী আন্দোলন পরিচালনায় গঠিত বিদ্রোহীদের ‘জাতীয় বিপ্লবী সরকারের’ (ন্যাশনাল সালভেশন কাউন্সিল) ইদলিব অঞ্চলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন ৪১ বছর বয়সী মোহাম্মেদ আল-বশির।

বার্তা সংস্থা রয়টার্স সশস্ত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া বিদ্রোহী গোষ্ঠী হায়াত আল-তাহরির আল-শামের (এইচটিএস) একটি সূত্রকে উদ্ধৃত করে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে তার মনোনয়ন পাওয়ার খবর দিয়েছে।

এর আগে সিরিয়ার ছেড়ে পালিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। ব্যক্তিগত উড়োজাহাজে করে তিনি রাজধানী দামেস্ক থেকে চলে যান।