টেক্সাসে ভোটারের মন জিততে চান কমলা

Media

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে টেক্সাস অঙ্গরাজ্য। ১৯৭৬ সাল থেকে কোনো প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির কোনো প্রার্থী জয় পায়নি এই অঙ্গরাজ্যে।  তবে আগামী ৫ নভেম্বরের নির্বাচন সামনে রেখে টেক্সাসের ভোটারদের মন জয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডেমোক্র্যাটরা।

এই অঙ্গরাজ্যটি রিপাবলিকান পার্টির ‘দুর্গ’ হিসেবে পরিচিত। এবার রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এই অঙ্গরাজ্যটির ৪০ ইলেকটোরাল কলেজ ভোট পেতে যাচ্ছেন, তা অনেকটা নিশ্চিত।

নির্বাচন সামনে রেখে গত শুক্রবার ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস ও তার প্রতিদ্বন্দ্বী ট্রাম্প প্রচারকাজে ব্যস্ত ছিলেন। দুজনই এদিন নির্বাচনে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য হিসেবে পরিচিত টেক্সাসে প্রচার চালান।

নিজ জন্মশহরে গত শুক্রবার কমলা হ্যারিসের সঙ্গে মঞ্চে ওঠেন তারকা সংগীতশিল্পী বিয়ন্সে। উপস্থিত লোকজনের সঙ্গে কমলার পরিচয় করিয়ে দেন। বিয়ন্সের ‘ফ্রিডম’ গানটি রেকর্ড করার জন্য কমলা মঞ্চে উঠেছিলেন। গানটিকে তার নির্বাচনী প্রচার সংগীত করা হয়েছে।