যুক্তরাষ্ট্রের বাফলো শহর ২০২৫ সালে নিজেদের প্রথম শিশুকে স্বাগতম জানাল। সামান্থা প্যাটারসন ও দিমিত্রাস সিমন্সের ঘরে খালিল নামের পুত্র সন্তান জন্ম নেয়।
বুধবার মিলার্ড ফিলমোর সাবআরবান হসপিটালে এই শিশুর জন্ম হয়। রাত ১২টা বেজে ৭ মিনিটে ভূমিষ্ঠ হয়।
এরপর ওইশেই শিশু হসপিটালে রাত ১টা ৪৪ মিনিটে লিন্ডসে ও অ্যাডাম সাউন্ডাসের আরেকটি ছেলে শিশু ভূমিষ্ঠ হয়। তার নাম সালেব।