যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্থানীয় সরকার কর্তৃক হাসপাতালগুলোতে বিতর্কিত এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষকে অবশ্যই রোগীদের নাগরিকত্বের বিষয়ে জানতে চাইতে হবে। রাজ্যের রিপাবলিকান পার্টির সরকার গ্রেগ অ্যাবটের এক নির্বাহী আদেশে গত শুক্রবার থেকে এই নিয়ম চালুর কথা বলা হয়েছে।
রাজ্য কর্মকর্তাদের মতে, তথ্য সংরক্ষণের কারণেই এমন আইন চালু করা হয়েছে। যেখানে গত আগস্টে, অ্যাবট একটি আদেশে স্বাক্ষর করেছিলেন যাতে জরুরি সেবায় কর্মীদের রোগীদের জিজ্ঞাসা করতে হবে যে তারা মার্কিন নাগরিক কিনা। তবে রোগীদের আইনগতভাবে প্রশ্নের উত্তর দিতে হবে কিনা তা আদেশে উল্লেখ করা হয়নি।
এ বিষয়ে অ্যাবট জানান, তিনি অনথিভুক্ত রোগীদের সেবার খরচের তথ্য সংগ্রহ করতে চান। তিনি দাবি করেছেন, টেক্সাস মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক নয় এমন লোকদের জন্য চিকিৎসার সাথে যুক্ত খরচের একটি বড় অংশ ব্যয় হয়।