বাফলোর রেডিও উপস্থাপক অ্যালান হ্যারিসের মৃত্যু

Media

স্থানীয় রেডিওতে দীর্ঘদিনের উপস্থাপক অ্যালান হ্যারিস মারা গেছেন। দীর্ঘদিন মারাত্মক অসুস্থ থাকার পর তার মৃত্য হয়।

হ্যারিস বাফলো ও রোস্টারে এয়ারওয়েভসের হয়ে কাজ করেছেন। তবে ট্রাফিক রিপোর্টার হিসেবে তার দারুণ সুনাম রয়েছে।

এছাড়া হ্যারিস রোস্টারে টেলিভিশন সংবাদেও কাজ করেছেন।