বাফলোতে বাংলাদেশি তরুণকে গুলি করে হত্যা

Media

নিউইয়র্ক রাজ্যের আপস্টেটে বাফলোতে রওনক হাসান নামের তরুণকে গুলি করে হত্যা করেছে এক দুর্বৃত্ত। স্থানীয় সময় শনিবার বিকাল ৫.১৫ মিনিটে দুর্বৃত্তের গুলিতে নিহত হন রওনক হাসান।

৯৩ টুডোর রোড চিকটোয়াগার বাসিন্দা রওনক হাসান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২০ বছর।

রওনক তার বাসা থেকে দুই বল্ক দূরে সিডার রোডে বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন। ওই সময় এক স্থানীয় লোকের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই লোকটি তার পকেট থেকে বন্দুক বের করে গুলি চালালে রওনক গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রওনকের বাবার নাম মো. আতাউর লিটন। তার গ্রামের বাড়ি বগুড়ার শিবগঞ্জে। তারা দীর্ঘদিন ধরে বাফলোতে বসবাস করছেন।