নিউইয়র্ক-বাফলোতে আগাম ভোটের প্রথম দিন হাজারো ভোটারের উপস্থিতি

Media

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিউইয়র্কে চলছে আগাম ভোটগ্রহণ। যেখানে ওয়েস্টার্ন নিউইয়র্কে হাজার হাজার ভোটারের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

ডব্লিউআইভিবি সংবাদমাধ্যম বিভিন্ন পোলিং সাইট ঘুরেছে। এদের মধ্যে এরি ও নায়াগ্রা কাউন্টি অন্যতম। এই অঞ্চলগুলোতে ভোটারদের সরব উপস্থিতি চোখে পড়েছে।

আমহার্স্টের বাসিন্দা নাজমুল খান বলেছেন, `এটি এমন প্রেসিডেন্ট নির্বাচন চলেছে, যিনি আগামী চার বছরের জন্য এই দেশ শাসন করতে চলেছেন।এটি আমাদের জীবনের জন্য, আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ।‘

অন্যতম বৃহত্তম শহর বাফলো এবং এরি কাউন্টি জুড়ে আগাম ভোট দেয়া যাবে। যেখানে ৩৭টি কেন্দ্রের যেকোনো কেন্দ্রে আগাম ভোট দেওয়ার সুযোগ রয়েছে। আর ৫ নভেম্বর মূল ভোটের দিন সারাদিন নিজ নিজ কেন্দ্রে ভোট দেওয়া যাবে।

এদিকে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। প্রধান দুই প্রার্থী ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস এবং রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন অঙ্গরাজ্যে নিজেদের প্রচার চালিয়ে যাচ্ছেন।