ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের থাকার ব্যবস্থা করে দিচ্ছেন বাফলোর বাসিন্দা

Media

যুক্তরাষ্ট্রের দক্ষিণে আঘাত হানা ঘূর্ণিঝড় হেলেনে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন পশ্চিম নিউইয়র্কের শহর বাফলোর এক বাসিন্দা। ‘বিলস মাফিয়া বেবস’ নামের একটি ফেসবুক গ্রুপের একজন সদস্য জানিয়েছেন, তার বাড়িতে ক্ষতিগ্রস্ত যেকেউ এসে বসবাস করতে পারেন।

কুইন সিটির নাগরিক ও বিগ বাফলো বিলস সমর্থক সুসান চোলেওয়া জানিয়েছেন, তিনি বিলস মাফিয়া বেবস পেজে বেশ কিছু পোস্ট দেখেছেন। যেখানে বাফলো বিলস ঘূর্ণিঝড় হেলেনে ক্ষতিগ্রস্ত অনেককে সাহায্য করছে। পরে এই বিষয়টি তার মনে দাগ কাটে।

সুসান পরে সিদ্ধান্ত নেন তিনি বিলস মাফিয়া বেবস ফেসবুক পেজকে তার সমর্থনের বিষয়টি জানাবেন। এরপর তিনি একটি বাড়ি ভাড়া করেন ও ঘূর্ণিঝড়ে ঘর হারানো মানুষকে থাকার জন্য প্রস্তাব করেন।