আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন নিউইয়র্ক স্টেট বিএনপির সাবেক সভাপতি আবুল বাশার। বাফলোতে বিজয় দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
বাশার জিসাসের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এবং সেন্ট্রালের ভাইস-প্রেসিডেন্ট ও বাংলাদেশের আমেরিকান সোয়াইটির সভাপতি।
তিনি বলেন, মহান বিজয় দিবস, বাংলাদেশ এই নামটা যদি কখনো মুখে আনি বা আলোচনা করতে হয়, তাহলে প্রথমে শ্রদ্ধার সঙ্গে আমার স্মরণে আসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। কারণ জিয়াউর রহমান যখন সেনাবাহিনীতে চাকরি করতেন পশ্চিম পাকিস্তানে, তখন পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনীরা ইস্ট পাকিস্তানে মায়েরা যখন বাচ্চাদের স্কুলে নিতেন, তখন মায়েদের কাছ থেকে অনেক বাচ্চা কেড়ে নিয়ে খুন করতো। তখন এই ঘটনাগুলো এত বেশি প্রচার হতো না, কারণ তখন এত মিডিয়া ছিল না। কিছু পেপার ছিল।
জিয়াউর রহমান এসব কিছু জানতেন কিন্তু কিছু করতে পারতেন না, কেননা তিনি সরকারি চাকরি করতেন। কিন্তু সে এদেশের মানুষকে অত্যাচারের হাত থেকে রক্ষা করতে জোরালভাবে কাজ করেছেন। পরবর্তিতে তিনি ২৬ মার্চ নির্দেশ দিয়েছিলেন, যার যা আছে তা নিয়ে যুদ্ধে নেমে পড়ো। পরে সেনাবাহিনীকে, ছাত্র, জনতা মিলে দেশটাকে স্বাধীন করে।
সেদিন অনেকেই জীবনের মায়ার কারণে স্বাধীনতার ঘোষণা দিতে পারেননি। তবে জিয়াউর রহমান জীবনের ও পরিবারের মায়া ত্যাগ করে ও দেশের মানুষের দিকে তাকিয়ে স্বাধীনতা ঘোষণা করেন। কিন্তু আজকে অনেকে তাকে অপমান করে, তাদেরকে অসুস্থ বা শিশু বলতে হবে।
গত ১৪-১৫টা বছর আওয়ামী লীগ শাসনামলে জোর-জুলুম হয়েছে। তারা ক্ষমতায় এসে আমাদের ওপর অত্যাচার করেছে। শেখ হাসিনা নাটকবাজ, তার নেতাকর্মীরাও নাটক করে। কখনো হাসে আবার কখনো কাঁদে। তারা ক্ষমতায় টিকে থাকতে অনেক কিছু করেছে।
ড ইউনূস সাহেবকে আমি ব্যক্তিগতভাবে চিনি। তিনি একজন ভদ্রলোক। আমি আপনাকে বলবো, আপনার কাছে মানুষের অনেক প্রত্যাশা। গত ১৭ বছর আওয়ামী সরকার যে অত্যাচার করেছে, আপনার কাছে মানুষের প্রত্যাশা আপনি তাদের বিচার করবেন। আমরা দলীয় কোনো সরকারের কাছে এই বিচার হয়তো পাবো না। আমাদের প্রত্যাশা এই বিচার আপনি করবেন। না হয় আপনার সব সফলতা ব্যর্থতায় পরিণত হবে।
আমি এই সভায় বলতে চাই আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেন, পাশাপাশি জামায়াতে ইসলামীকেও নিষিদ্ধ করতে হবে। এই জামায়াতকে বিএনপি স্থান দিয়েছে, জিয়াউর রহমান জামায়াতকে দেশে ফিরিয়েছে। অথচ তারা বিএনপির সঙ্গে বেঈমানী করেছে। অতএব এই প্রবাস থেকে আমাদের অনুরোধ তাদের নিষিদ্ধ করেন।