২০২৩ সালে ওয়েস্ট সাইডে এক ভয়াবহ ছুরিকাঘাতের ঘটনায় বাফলোর এক ব্যক্তিকে ১৬ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার এরি কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এ খবর জানিয়েছে।
সে বছরের ১১ জুলাই দুপুরে নায়াগ্রা স্টেটের চেস্টে ট্রেমাইন মেফিল্ড নামের ৪৯ বছর বয়সী একজনকে মারাত্মকভাবে ছুরি দিয়ে আঘাত করেন ৩৭ বছর বয়সী টিমোথি অস্টিন। পরে মেফিল্ডকে ইসিএমসি হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
নভেম্বর অস্টিন তার দোষ স্বীকার করে নিয়েছেন। তবে জেল থেকে মুক্তি পাওয়ার পর তাকে পাঁচ বছরের তত্ত্বাবধানে থাকতে হবে।