বাফলোতে শীতকালীন পার্কিং নিয়ম শুরু হবে ২ ডিসেম্বর

Media

যুক্তরাষ্ট্রের অন্যতম শহর বাফলোতে তৃতীয়বারের মতো শীতকালীন পার্কিং বিধানের শুরুর তারিখ পিছিয়েছে। এর আগে এই তারিখ ১৫ নভেম্বর থেকে ২২ নভেম্বরে নেওয়া হয়েছিল। তবে এখন নতুন তারিখ দেওয়া হয়েছে আগামী ২ ডিসেম্বর।

বাফলো শহর কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাত দেড়টা থেকে সকাল ৭টা পর্যন্ত বাস রুটে পার্কিং নিষিদ্ধ। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মৌসুমী বিকল্প পার্কিং নিয়মের সাথে রাস্তায় পাশে দিনের সময় পার্কিং আর অনুমোদিত নয়।

এই শীতকালীন পার্কিং নিয়ম আগামী ১ এপ্রিল ২০২৫ পর্যন্ত কার্যকর থাকবে।