বাফলোর আগামী মেয়র নির্বাচনে লড়াই করার ঘোষণা দিয়েছেন গার্নেল হুইটফিল্ড। মঙ্গলবার রাতে জিওন চার্চের ডারহাম মেমোরিয়ালে এ তথ্য নিশ্চিত করেন শহরের সাবেক এই ফায়ার কমিশনার।
এর আগে এ বছরের অক্টোবরে বাফলোর মেয়র পদ থেকে পদত্যাগ করেছিলেন বেরন ব্রাউন। পরে তিনি ওয়েস্টার্ন রিজিওনাল অফ-ট্র্যাক বেটিংয়ের প্রেসিডেন্ট ও সিইও হিসেবে যোগ দেন। এরপরেই মূলত আলোচনা, কে হচ্ছেন পরবর্তী মেয়র?
এদিকে গত মাসে এক ভিডিও বার্তায় শন রায়ান মেয়র পদে লড়ার ঘোষণা দেন। আর এবার হুইটফিল্ড দ্বিতীয় প্রার্থী হিসেবে নিজের নাম জানালেন।