শিশু পর্নোগ্রাফির প্রায় ২৮ হাজার ছবি রাখায় দায়ে যুক্তরাষ্ট্রের বাফলোর এক ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি অফিস এই তথ্য নিশ্চিত করেছে।
এর আগে ২০২৩ সালের জুনে ৩৪ বছর বয়সী প্যাট্রিক ম্যালয়ের কাছে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়। যেখানে পাওয়া ছবিতে ১২ বছরের কম বয়সী শিশুদের অশ্লীল ছবি পাওয়া যায়।
২০২৩ সালের আগস্টে তাকে শিশু পর্নোগ্রাফি রাখার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল। যেখানে তাকে ২০ বছর পর্যন্ত কারাবাসের সম্মুখীন হতে হয়েছিল।
এছাড়া তাকে অবশ্যই ৪৮ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ ও যৌন অপরাধী হিসাবে নিবন্ধন করতে হবে।