পদত্যাগ করলেন বাফলোর অর্থ কমিশনার ডোয়েল

Media

যুক্তরাষ্ট্রের অন্যতম শহর বাফলো সিটির আরেকজন অভিজ্ঞ প্রশাসক বিদায় নিতে যাচ্ছেন। শহরের অর্থ কমিশনার ডেলানো ডোয়েল সিনিয়র পদত্যাগ করেছেন।

ডোয়েলের পদত্যাগ পত্র নেয়ার কথা নিশ্চিত করেছেন বাফলোর ভারপ্রাপ্ত মেয়র ক্রিস স্কানলন। আগামী ১৬ ডিসেম্বর শেষবারের মতো অফিস করবেন ডোয়েল।

গত সপ্তাহের পর প্রশাসনের তৃতীয় ব্যক্তি হিসেবে পদত্যাগ করলেন ডোয়েল।