ছুরিকাঘাতের ভিন্ন ঘটনায় বাফলোতে গ্রেপ্তার ২

Media

যুক্তরাষ্ট্রের বাফলো শহরে গত শরৎ-এ ছুরিকাঘাতের ভিন্ন দুটি ঘটনার জন্য দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার এ তথ্য জানায় বাফলো পুলিশ। দুজনকেই ১৪ নভেম্বর গ্রেপ্তার করা হয়।

প্রথম ঘটনাটি এ বছরের ২০ সেপ্টেম্বরের। যেখানে ডারমাউথ এভিনিউতে ৫৯ বছর বয়সী এক বৃদ্ধকে কয়েকবার ছুরি দিয়ে আঘাত করেন ২০ বছর বয়সী লরেন্স অ্যালেন।

আর পরেরটি ২ নভেম্বর সকালে ঘরে ঢুকে ২৮ বছর বয়সী এক নারীকে ছুরি মারেন ৩৯ বছর বয়সী মেগান গার্সি।