বাফলোর মেয়র পদে লড়বেন স্টেট সিনেটর শন রায়ান

Media

যুক্তরাষ্ট্রের অন্যতম শহর বাফলোর পরবর্তী মেয়র নির্বাচনে লড়াই করার ঘোষণা দিয়েছেন স্টেট সিনেটর শন রায়ান। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তা তিনি এই ঘোষণা দেন।

ভিডিও বার্তায় রায়ান জানান, বাফলো ভালো কিছুর আশা করছে। শহরটি সাশ্রয়ী মূল্যের আবাসন, স্কুল ও শিশু যত্নের জন্য তহবিল, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা এবং শহরের জলপ্রান্তরে কাজ করাকে তার প্ল্যাটফর্ম গঠনের তালিকাভুক্ত করেছেন।

এদিকে বাফলোর ৬৩তম মেয়র হিসেবে ২০২৫ সালের নির্বাচনের আগ পর্যন্ত কাজ করবেন শহরটির সাবেক কমন কাউন্সিলের প্রেসিডেন্ট ক্রিস স্কালন। তিনি মূলত সাবেক মেয়র বেরন ব্রাউনের স্থলাভিষিক্ত হচ্ছেন।

এর আগে ব্রাউন মেয়র পদ থেকে সরে দাঁড়িয়ে ওয়েস্টার্ন রিজিওনাল অফ-ট্র্যাক বেটিংয়ের প্রধান নির্বাহী ও প্রেসিডেন্ট হিসেবে যোগ দিয়েছেন।