প্রেমিকাকে হত্যার দায়ে সোমবার বাফলোর এক ব্যক্তিকে সাজা দেওয়া হয়েছে। গত গ্রীষ্মের এই ঘটনায় এখন সাজা শোনানো হলো। এরি কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এই তথ্য নিশ্চিত করেছে।
৩০ বছর বয়সী স্যাভন স্টুয়ার্ট তার ৩৭ বছর বয়সী প্রেমিকা জেনা ম্যাকডায়ারমিড বিলকে মারাত্মকভাবে মারধর ও ছুরিকাঘাত করে হত্যা করেন। এই ঘটনায় স্টুয়ার্টকে ২৫ বছরের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
এর আগে ২০২৩ সালের ৭ আগস্ট মেইন স্ট্রিটের ৩৪০০ ব্লকে ৯১১-এ ফোন পেয়ে পুলিশ গেলে সেখানে বিলের মরদেহ পান। যেখানে জুরিরা স্টুয়ার্টকে হত্যাকারী হিসেবে দোষী সাব্যস্ত করেন।