দুই বাংলাদেশী খুনের অভিযুক্ত আদালতে

news-banner

নিউ ইয়র্ক স্ট্রেটের বাফলো সিটিতে দুই বাংলাদেশী খুনের ঘটনায় অভিযুক্তকে আদালতে পাঠিয়েছে পুলিশ। সোমবার  ইরি কাউন্টি ডিস্ট্রিক্ট এনটর্নি অফিস এই তথ্য নিশ্চিত করেছে। 

অভিযুক্ত ৩১ বছর বয়সী ডেল কামিন্সকে জেলে পাঠিয়েছে আদালত। শুক্রবার বাফলো সিটি কোর্টে অপরাধের পরবর্তী শুনানি হবে৷  

শনিবার দুপুর সাড়ে ১২টায় বাফলো সিটির জেনার স্ট্রিটের একটি বাড়িতে  বাংলাদেশী দুই বন্ধু বাবুল মিয়া ও আবু ইউসুফ খুন হয়।

পুলিশ জানায়, বাড়িটির ভেতরে প্রবেশ করার সময় ভেতরে থাকা দূর্বৃত্ত তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আহত দু'জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।  

পুলিশ আরও জানায়, হত্যাকারী বাড়িটির ভেতরে ছিল, তবে পুলিশ ও সোয়াট টিম বাড়ির ভেতরে প্রবেশ করলে সেখানে কাউকে খুঁজে পাওয়া যায়নি। 

পরবর্তীতে এর কয়েক ঘন্টা পর পাশ্ববর্তী একটি বাড়ির ক্যামেরা থেকে সন্দেহভাজন একজনের ছবি সংগ্রহ করে পুলিশ। 

বাফলো পুলিশ কমিশনার জোসেফ গ্রাগমাগ্লিয়া বলেন, অভিযুক্ত কামিন্সের কাছে একটি ৯ এম এম লম্বা রাইফেল ছিল। এটি সহজে ব্যাগে ঢুকানো যায়। বাড়ির মধ্যে থাকা অনেক জিনিস তদন্তে সহায়তা করেছে।