বাফলোতে হত্যার দায়ে বাবা-ছেলের সাজা

Media

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের অন্যতম শহর বাফলোতে হত্যার দায়ে বাবা ও ছেলেকে সাজা দেওয়া হয়েছে। ২০২২ সালে ঘটে যাওয়া এই ঘটনার রায় সোমবার দেওয়া হয়েছে। এরি কাউন্টি ডিস্ট্রিক অ্যাটর্নি এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ২০২২ সালের ১৭ ডিসেম্বর রডনি স্ট্রিটের ১০০ ব্লকের অ্যাপার্টমেন্টে ২৫ বছর বয়সী মিখাইল স্কটকে শারিরীকভাবে নির্যাতন করেন তারা। যেখানে ২৪ বছর বয়সী লুইস কিস নামের আরেকজনও এই ঘটনার সময় জড়িত ছিলেন।

তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, কিল, ঘুষি ও পরে ছুরি দিয়ে আঘাত করেন। এই ঘটনায় ৪০ বছর বয়সী ক্রিস্টোফার বাসবি ও তার ছেলে ২১ বছর বয়সী ডাইকুয়ান বাসবি দোষ স্বীকার করেছেন।

নির্যাতনের শিকার স্কটকে পরে অ্যাম্বুলেন্সে করে ইসিএমসি হাসপাতালে নিয়ে যাওয়া। তার মৃত্যুর কারণ হিসেবে মাথায় জোরে আঘাত পাওয়াকে চিহ্নিত করেছেন।

কিস বর্তমানে ৮ বছরের কারাদণ্ডের পাশাপাশি মুক্তি-পরবর্তী ৫ বছরের সুপারভিশন সাজা ভোগ করছেন। যেখানে ক্রিস্টোফার ৫ বছরের জেল ও ডাইকুন সাড়ে ৭ বছরের সাজায় দণ্ডিত। তাদের দুজনেরই আরও ৫ বছরের সুপারভিশন সাজা হয়েছে।