নিউ ইয়র্ক স্টেটের বাফলো সিটিতে ২ বাংলাদেশী খুনের ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। এতে বাফলোতে বসবাসরত বাংলাদেশীরা ক্ষোভ প্রকাশ করছেন।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে জেনার স্টিটের একটি বাড়িতে বাবুল ও ইউসুফ নামে দুই বাংলাদেশীকে গুলি করে দুর্বৃত্তরা। আহতদের হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।
নিহতদের মধ্যে বাবুলের বাড়ি কুমিল্লায়। তিনি বাংলাদেশ থেকে বাফলো সিটিতে আসেন। আর ইউসুফের বাড়ি সিলেটে। তিনি ভার্জিনিয়া থেকে বাফলো সিটিতে আসেন ৮ মাসে আগে।
এই ঘটনায় কারো কাছে কোনো তথ্য থাকলে 716-847-2255 এই নাম্বারে কল বা টেক্সট দিয়ে জানানোর জন্য পুলিশের পক্ষ হতে বলা হয়েছে।