যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের অন্যতম শহর বাফলোর পুলিশ কমিশনারের পদ থেকে পদত্যাগ করলেন জোসেফ গ্রামাগলিয়া। স্থানীয় সময় সোমবার শহরের ভারপ্রাপ্ত মেয়র ক্রিস স্ক্যানলনের সঙ্গে এক আলাপে নিজের সিদ্ধান্ত জানান তিনি। প্রেস কনফারেন্সে বিষয়টি নিশ্চিত করেছেন মেয়র স্ক্যানলন।
২০২২ সালের মার্চ থেকে বাফলোর পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন গ্রামাগলিয়া। মধ্যরাত থেকেই তার পদত্যাগ কার্যকর হবে। যেখানে তিনি তার পুরোনো র্যাংক ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব নেবেন।
এক বিবৃতিতে গ্রামাগলিয়া বলেন, ‘আজ সকালে, আমি ভারপ্রাপ্ত মেয়র স্ক্যানলনকে আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে, বাফলোর পুলিশ কমিশনার হিসেবে আমি আর থাকছি না। যেখানে জনগণের নিরাপত্তা সবসময়ই আমার প্রথম উদ্দেশ্য ছিল।’