বাফলোতে আগুনে পুড়ে এক ব্যক্তির মৃত্যু

Media

যুক্তরাষ্ট্রের বাফলো শহরের পশ্চিমে আগুনে পুড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সকালে এই ঘটনায় ঘটেছে বলে জানিয়েছে ফায়ার ডিপার্টমেন্টের কর্মকর্তারা।

বাফলোর ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে ৩২০ প্লেমাউথ অ্যাভিনিউতে আগুন লাগে। সকাল ১০টার দিকের এই ঘটনায় ঘরের ভেতরে একজনকে মৃত পাওয়া যায়।

এই আগুনে আড়াই লাখ ডলার ক্ষতি হয়েছে। তবে আগুন লাগার সূত্রপাত এখনও জানা যায়নি।