মাত্র ২ মাসেই প্রস্তুত নিউইয়র্কের বিশ্বকাপ স্টেডিয়াম

news-banner

ক্রিকেটের বিশ্বায়নে কাজ করে যাচ্ছে আইসিসি। এরই লক্ষ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ২ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে মার্কিন মুল্লুক।

এই আসরের সবথেকে প্রতিদ্বন্দ্বীপূর্ণ ভারত-পাকিস্তান ম্যাচের আয়োজনের দায়িত্বও দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রকে। এই ম্যাচ ও বিশ্বকাপের মোট ৮টি ম্যাচ আয়োজনের লক্ষ্যে নিউইয়র্কে নতুন স্টেডিয়াম গড়ে তোলা হয়েছে। শঙ্কা থাকলেও মাত্র ২ মাসের মধ্যে নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামটি তৈরির কাজ সম্পন্ন হয়েছে। আজ বুধবার আনুষ্ঠানিকভাবে এই স্টেডিয়ামের উদ্বোধন করা হল।

আইসিসির হাত ধরে এক জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই স্টেডিয়ামটির উন্মোচন করা হয়েছে। এই স্টেডিয়ামের দর্শকধারন ক্ষমতা ৩৪,০০০। ইতিমধ্যেই এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা ভারত বনাম পাকিস্তান ম্যাচের সব টিকিট বিক্রিও হয়ে গেছে।

স্টেডিয়ামের বসানো হয়েছে ড্রপ ইন পিচ। এই পিচ গুলো তৈরি হয়েছে ফ্লোরিডা শহরে। এই পিচে স্বাভাবিক ঘাসের সঙ্গে পাঁচ শতাংশ সিন্থেটিক ফাইবার মেশানো হয়েছে। যাতে এর দৃঢ়তা বজায় থাকে।

এই আসরে খেলবে ২০ টি দেশ। নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে ৯ জুন ভারত বনাম পাকিস্তানের হাইভোল্টেজ দ্বৈরথ রয়েছে। যেখানে যুক্তরাষ্ট্রে যে ম্যাচগুলো খেলা হবে তা অনুষ্ঠিত হবে নিউইয়র্ক, ফ্লোরিডা এবং ডালাসে।