ম্যানহাটন আদালতের জুরির কাছে দোষী সাব্যস্ত হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবারের এ রায়কে মার্কিন সংবাদমাধ্যম ঐতিহাসিক বলে মূল্যায়ন করছে।
কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্টের গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার ঘটনাও এই প্রথম। সেই সুবাদে ট্রাম্প ইতিহাসের অংশ হয়ে গেলেন। শুধু তাই নয়, তিনি হচ্ছেন যুক্তরাষ্ট্রের বড়ো একটা রাজনৈতিক দলের প্রথম নেতা যিনি কীনা হোয়াইট হাউসে পৌঁছার লড়াইয়ে নির্বাচনী প্রচারণার মাঝপথে দোষী প্রমাণিত হলেন।
সংবাদমাধ্যম সিএনএন জানাচ্ছে, ট্রাম্পের বিরুদ্ধে যে ৩৪ টি অভিযোগ দাঁড় করানো হয়, সব ক'টিতে তার দায় পাওয়া গেছে। স্টর্মি ড্যানিয়েলস নামে এক পর্নতারকার সঙ্গে রাতযাপনের ঘটনা ধামাচাপা দিতে অর্থ বিনিময় (Hush Money) মামলার সূত্র ধরে সাবেক প্রেসিডেন্টের এ বিপর্যয়।
২০২৬ খৃস্টাব্দের নির্বাচনের আগে ড্যানিয়েলসের মুখ বন্ধ করতে তাকে ১৩০,০০০ ডলার দিয়েছিলেন ট্রাম্প, এ অভিযোগের জবাবে নানা মিথ্যা তথ্য দেয়া হয়। ট্রাম্পের সে সময়ের আইনজীবী মাইকেল কোহেন পরবর্তীকালে রাষ্ট্রের সাক্ষী হিসেবে দাঁড়ালে পরিস্থিতি নাটকীয় মোড় নেয়।
১১ জুলাই মামলার রায়। তবে, রায়ের কারণে ট্রাম্পের প্রেসিডেন্ট প্রার্থী হবার পথ রুদ্ধ হবে না।