বিপুল উৎসাহ-উদ্দীপনায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ৩ হাজারের অধিক ঈদুল ফিতর এর জামাত অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রবিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কর্মস্থলে ছুটির প্রয়োজন হয়নি এবং শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ ছিল, ফলে আমেরিকান মুসলিম শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে ঈদের আনন্দ উপভোগ করেন।
রবিবার ঈদে প্রবাসী বাংলাদেশি আমেরিকানদের ঘরে ঘরে ছিল বিশেষ আনন্দ। তবে অভিবাসন মর্যাদার অভাবের কারণে কিছু লোকের উপস্থিতি ছিল সীমিত।
বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জানা যায়, নিউইয়র্ক সিটিতে প্রধান প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় জ্যামাইকা মুসলিম সেন্টার, ব্রুকলীনে বাংলাদেশ মুসলিম সেন্টার, কুইন্সে আল আমিন মসজিদ, ওজোনপার্কে আল আল আমান মসজিদ, এবং ব্রঙ্কসে পার্কচেস্টার জামে মসজিদ। নিউজার্সি, ফ্লোরিডা, পেনসিলভেনিয়া, মিশিগান, শিকাগো, টেক্সাসসহ অন্যান্য শহরে মসজিদগুলোতে একাধিক জামাত অনুষ্ঠিত হয়।
এদিকে ঈদের দিন, বিশেষ করে প্রবাসী মুসলিমদের মধ্যে উৎসবের মাধ্যমে ঈদ আমেজ প্রকাশ পায়। নারীদের পাশাপাশি শিশু-কিশোর ও তরুণদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।
ঈদ উপলক্ষে মসজিদভিত্তিক কমিউনিটির নিরাপত্তায় স্থানীয় প্রশাসন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে এবং টহল পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে।
স্বাধীনতা দিবসে ড. ইউনূসকে সম্পর্ক জোরদারের বার্তা ট্রাম্পের
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৫
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের জনগণ ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় তিনি দুদেশের মধ্যে সম্পর্ক জোরদারের কথা জানান।
বাংলাদেশের স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্পের শুভেচ্ছা বার্তাটি প্রকাশ করা হয়।
ডোনাল্ড ট্রাম্প শুভেচ্ছা বার্তায় লিখেছেন, ‘আমেরিকান জনগণের পক্ষ থেকে, আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। এই পরিবর্তনের সময় বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র, অর্থনৈতিক অগ্রগতি এবং বর্ধিত নিরাপত্তার জন্য সক্ষমতা তৈরির একটি সুযোগ এনে দিয়েছে।’
তিনি আরও লিখেছেন, ‘আসন্ন এই গুরুত্বপূর্ণ বছরে আমাদের অংশীদারিত্ব অব্যাহত রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র উন্মুখ। আমি আত্মবিশ্বাসী যে আমরা আমাদের সম্পর্ক জোরদার করার সঙ্গে সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিতে পারব এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তা উন্নয়নে একসঙ্গে কাজ করতে পারব।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘এই স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আপনার এবং বাংলাদেশের জনগণের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন।’
এর আগে গতকাল বুধবার বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এক বিবৃতিতে তিনি বলেন, ‘বিশেষ দিবস উদ্যাপনের সময়ে আমি বাংলাদেশের জনগণের প্রতি আমার উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের উভয় জাতিকে নিরাপদ, শক্তিশালী ও আরও সমৃদ্ধ করার জন্য একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি।’