ঘূর্ণিঝড় ‘মিল্টন’ ধেয়ে আসছে যুক্তরাষ্ট্রের দিকে। এই ঘূর্ণিঝড়টি দ্রুত বড় হারিকেনে পরিণত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। যেখানে চলতি সপ্তাহের মাঝামাঝি সময়ে দেশটির ফ্লোরিডার অঙ্গরাজ্যের উপকূলে এ হারিকেন আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহওয়া বিভাগ। এ বিষয়ে ফ্লোরিডার বাসিন্দাদের ইতোমধ্যে সতর্ক করা হয়েছে এবং নিরাপদ স্থানে থাকতে বলেছে প্রশাসন।
গতকাল রবিবার মায়ামির ন্যাশনাল হারিকেন সেন্টারের বরাতে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভয়েস অব আমেরিকা ও বার্তা সংস্থা রয়টার্স।
হারিকেন মিল্টনের বিষয়ে ভয়েস অব আমেরিকা জানায়, রবিবার ভোরে ‘মিল্টন’ ফ্লোরিডার টেম্পা থেকে প্রায় ১ হাজার ৩৮৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। পরবর্তীতে এটি ঘণ্টায় ৭ কিলোমিটার বেগে পূর্বদিকে অগ্রসর হয়। ঝড়টি ঘণ্টায় ৯৫ কিলোমিটার গতি নিয়ে ঘুরপাক খাচ্ছে।
আর রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভবত ফ্লোরিডার জনবহুল টাম্পা বে এলাকার কাছে আঘাত হানবে ঘূর্ণিঝড় মিল্টন।