২০৫ কিমি বেগে মিল্টনের আঘাত, ১২ লাখ গ্রাহক বিদুৎহীন

Media

যুক্তরাষ্ট্রে চরম বিপজ্জনক হারিকেন মিল্টন আঘাত হেনেছে। যার বাতাসের বেগ ঘন্টায় ছিল ২০৫ কিমি। স্থানীয় সময় বুধবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ফ্লোরিডার পশ্চিম উপকূলে আঘাত হানে ঝড়টি।

আগেই সতর্কতা দেওয়া হয়েছিল যে, মহাশক্তিশালী এ সামুদ্রিক ঝড় হ্যারিকেন মিল্টনের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে। এর পাশপাশি লাখ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরে যেতেও নির্দেশ দেওয়া হয়েছিল।

এদিকে বৃহস্পতিবার সংবাদমাধ্যম আল জাজিরা ও বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, পাওয়ার আউটেজ.ইউএস ট্র্যাকার অনুসারে, অঙ্গরাজ্যজুড়ে বিদ্যুৎ বিভ্রাটের সংখ্যা দ্রুত বাড়ছে। হারিকেনের তাণ্ডবে ইতোমধ্যেই ১২ লাখেরও বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।