দুই বিজ্ঞানী পেলেন চিকিৎসায় নোবেল

Media

এ বছর চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্বে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের দুই বিজ্ঞানী ভিক্টর অ্যাম্ব্রস ও গ্যারি রাভকিন। অতিক্ষুদ্র মাইক্রো আরএনএ আবিষ্কার এবং জিনের অভিব্যক্তি নিয়ন্ত্রণের এর ভূমিকার ওপর আলো ফেলার স্বীকৃতিতে তাদের নোবেল দেয়া হয়।

আজ সোমবার বিকেলে সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট এবারের বিজয়ী হিসেবে যুক্তরাষ্ট্রের দুই গবেষক ভিক্টর অ্যাম্ব্রস ও গ্যারি রাভকুনের নাম ঘোষণা করে। যেখানে নোবেল পুরস্কারের অর্থমূল্য বাবদ ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার ভাগ করে নেবেন তারা।

প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়। গত বছর নোবেল পুরস্কার ঘোষণার প্রথম দিন করোনাভাইরাসের টিকার প্রযুক্তি আবিষ্কার করায় দুই বিজ্ঞানীকে চিকিৎসায় নোবেল পুরস্কার দেওয়া হয়। নোবেল বিজয়ী ওই দুই বিজ্ঞানী হলেন ক্যাটালিন ক্যারিকো ও ড্রু ওয়েইসম্যান।

সুইডিশ শিল্পপতি নোবেল ডিনামাইটের উদ্ভাবক ছিলেন। ১৯০১ সালে তার মৃত্যুর পাঁচ বছর পর থেকে এ পুরস্কার দেওয়া শুরু হয়।