বাফলোর হারিয়ে যাওয়া ২ মেয়ের সন্ধান মিলল

Media

হারিয়ে যাওয়া দুই মেয়েকে খুঁজে পেয়েছে বাফলোর পুলিশ ও নিউইয়র্ক স্টেট। এর আগে সোমবার তাদের হারিয়ে যাওয়ার খবর পাওয়া যায়।

ল্যাঙ্গফিল্ড ড্রাইভের একটি অ্যাপার্টমেন্টে ১২ বছর ও ৭ বছর বয়সী সেই মেয়ে দুটিকে পাওয়া যায়। তাদের সবশেষ ইস্টবাউন্ডে হাঁটতে দেখা গিয়েছিল।

তারা কোনো আঘাত পেয়েছে কীনা দেখা হচ্ছে। আর ঘটনাটি সম্পর্কে গোয়েন্দাদের সাথে কথা বলার জন্য দুজনকে আনা হচ্ছে।