ব্যালট চুরির অভিযোগে রিপাবলিকান সাবেক কংগ্রেস প্রার্থী গ্রেপ্তার

Media

আসন্ন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ব্যালট চুরির অভিযোগে একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। ল্যারি স্যাভেজ নামের সেই ব্যক্তির বয়স ৫১ বছর। জানা যায়, তিনি ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ম্যাডিসন কাউন্টিতে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের রিপাবলিকান দলের সাবেক প্রার্থী।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ৩ অক্টোবর ভোট দেওয়ার চারটি যন্ত্রের পরীক্ষা-নিরীক্ষার সময় ১৩৬ প্রার্থীর ব্যালট থেকে ২টি ব্যালট পাওয়া যায়নি। নজরদারির কাজে ব্যবহৃত ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা গেছে, ব্যালট পরীক্ষার বৈধতা-সংক্রান্ত নির্দেশনা পাওয়ার পর ল্যারি স্যাভেজ ব্যালট দুটি ভাঁজ করে প্যান্টের পকেটে ঢোকাচ্ছেন। পরে স্যাভেজের বিরুদ্ধে একটি তল্লাশি পরোয়ানা জারি করা হয় এবং তার ভবনে তল্লাশি চালানো হয়।

পুলিশ কর্মকর্তারা বলেছেন, ল্যারির গাড়ি থেকে হারিয়ে যাওয়া ব্যালটগুলো উদ্ধার করা হয়েছে।

ইতিমধ্যে ল্যারির বিরুদ্ধে ব্যালট সরানো এবং নষ্ট করার অভিযোগ গঠন করা হয়েছে। তবে তার পক্ষে কোনো আইনজীবীকে তালিকাভুক্ত করা হয়নি। গ্রেপ্তারের পর মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশের কাছে ধরা দেওয়ার আগে ল্যারি নিজেকে নির্দোষ দাবি করেছেন।