মৌসুমের চেতনা ধরে রাখতে বাফলোর স্থানীয় যাজক আবারও এগিয়ে এলেন। শহরের ড্রিম সেন্টারে মঙ্গলবার বার্ষিক লাজানিয়া ডিনার আয়োজিত হয়েছে। বাস্তুচ্যুত ও ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়াতেই এই আয়োজন।
ক্রিসমাসের উৎসব ও উষ্ণ এই খাবার আয়োজন উপভোগ করেন একশর ওপর সাধারণ মানুষ। যেখানে গত ২০ বছর ধরে ওয়েস্টার্ন নিউইয়র্কে যাজক এরিক জনস এই আয়োজন করে আসছেন।
বাফলোর ড্রিম সেন্টারে এদিন অন্তত ৩০০র বেশি মানুষ উপস্থিত ছিলেন।