যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। প্রধান দুই প্রার্থী ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস এবং রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন অঙ্গরাজ্যে নিজেদের প্রচার চালিয়ে যাচ্ছেন।
এবার প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট দিয়েছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। যেখানে আগামী ৫ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে সপ্তাহখানেক আগে নিজের উত্তরসূরি বেছে নিতে ভোট দেন বাইডেন।
সোমবার হোয়াইট হাউসে ফেরার আগে ডেলাওয়ারের উইলমিংটন থেকে পাশের একটি কেন্দ্রে গিয়ে আগাম ভোট দেন বাইডেন। ভোট দিয়ে নিজ দলের প্রার্থী কমলা হ্যারিসের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘চলুন, ভোট দিতে যাই।’