ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরের আশপাশের কয়েকটি এলাকায়। এই ঘটনায় এখন পর্যন্ত ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আগুনে শত শত ঘরবাড়ি ধ্বংস হয়েছে। এক লাখের বেশি মানুষকে বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার থেকে নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়তে থাকে দাবানল। গতকাল বুধবার রাত পর্যন্ত দাবানলটি একাধিক এলাকায় ছড়িয়ে পড়েছে এবং স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে। বর্তমানে আগুনের প্রভাব এতটাই ব্যাপক যে, উদ্ধারকর্মীরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেও দাবানল ঠেকাতে পারছেন না।
কর্তৃপক্ষ জানিয়েছে, লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে এখনো পাঁচটি দাবানল সক্রিয় আছে, যার দুটি আবার পুরো শহরকে চারদিক থেকে ঘিরে ধরেছে। কোনোটাই এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি।