করোনা ভাইরাস মহামারীতে ব্যবসায়িক ক্ষতি পোষাতে যুক্তরাষ্ট্র সরকার বেশ কয়েকটি কর্মসূচি দিয়েছিল। তবে সেখানের দুই কর্মসূচি থেকে প্রায় আড়াই লাখ মার্কিন ডলার ঋণ নিয়ে প্রবাসী এক বাংলাদেশির বিরুদ্ধে বাড়ি কেনার অভিযোগ উঠেছে।
সংবাদমাধ্যম থেকে জানা যায়, নিউ ইয়র্ক সিটির জ্যামাইকার বাসিন্দা হুমায়ূন কবির (৫৩) ওই অর্থ দিয়ে নায়াগ্রা জলপ্রপাত এলাকায় তিনটি বাড়ি কিনেছেন। এমনই অভিযোগ এনে মামলা করেছে কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি কার্যালয়।
পরে এই মামলার খবর পেয়ে বৃহস্পতিবার কুইন্স কাউন্টির ১০৩ পুলিশ স্টেশনে আত্মসমর্পণ করেন উবার চালক হুমায়ূন। পরে তাকে কুইন্স ক্রিমিনাল কোর্টে হাজির করা হয়। আগামী ২৬ জানুয়ারি হাজিরা দেওয়ার শর্তে তাকে জামিন দিয়েছে আদালত।