বাফলোর মিউনিসিপাল অফিসে আগুন

Media

যুক্তরাষ্ট্রের অন্যতম শহর বাফলোর মিউনিসিপাল হাউজিং অথোরিটি অফিসে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালের এই ঘটনায় অন্তত এক লাখ ৩০ হাজার মার্কিন ডলারের ক্ষতি হয়েছে। এমনটিই জানিয়েছেন ফায়ার কর্মকর্তারা।

ফায়ার কর্মীরা টু টাওয়ার স্ট্রিটের বিল্ডিংটিতে দ্বিতল ভবনে আগুন নেভানোর কাজ করেন। মঙ্গলবার সকাল ৯টার পর এই ঘটনা ঘটে। বিল্ডিংয়ের দ্বিতীয় তলা থেকেই আগুনের সূত্রপাত বলে জানা যায়।

এই ঘটনায় অবশ্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে।