বাফলোর পাবলিক স্কুলে নিম্নমানের খাবার দেয়ার অভিযোগ

Media

বাফলো শহরের পাবলিক স্কুলে নিম্নমানের ও অপরিচিত খাবার দেয়ার অভিযোগ করেছেন অভিভাবকরা। এক অভিভাবক এ নিয়ে জানান, পাবলিক স্কুলে শিক্ষার্থীদের জন্য আরও ভালো খাবার দেয়া উচিৎ।

লাভজয় ভিলেজ অ্যাসোসিয়েশনের নেতা ফিল বিভার্স বাফলোর পাবলিক স্কুলের মধ্যাহ্ন ভোজের খাবারের ব্যাপারে শঙ্কা প্রকাশ করেছেন। তিনি জানান, তার মেয়ে স্কুল ৩৬৬-এর একজন ফ্রি লাঞ্চ প্রোগ্রামের ভোক্তা। এটা এমন একটা প্রোগ্রাম, যার ওপর অনেক পরিবার নির্ভর করে থাকে।

বিভার্স জানিয়েছেন, সম্প্রতি স্কুলের খাবারের তালিকায় খুবই পাতলা দেখতে টার্কি ও চিজ স্যান্ডোইজ দেখা যাচ্ছে। অন্য খাবারগুলো হচ্ছে মিটলোফ ও আলু।