বেআইনি অস্ত্র রাখা এবং কর ফাঁকি দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হান্টার বাইডেনকে নির্বাহী আদেশে নিঃশর্ত ক্ষমা করে দিয়েছেন বাবা জো বাইডেন। ফলে বিদায় বেলায় বিতর্কের জন্ম দিয়ে গেলেন যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট।
এ মাসেই আদালতে হান্ডারের শাস্তি ঘোষণার কথা ছিল। আগামী ১২ ডিসেম্বর অস্ত্র মামলায় এবং ১৬ ডিসেম্বর কর ফাঁকির মামলায় আদালতে হান্টার বাইডেনের সাজা ঘোষণার কথা ছিল। বিচারক এখন সেই শুনানির তারিখ বাতিল করে দেবেন।
রবিবার এক বিবৃতিতে বাইডেন বলেন, ‘আজ, আমি আমার ছেলে হান্টারের জন্য ক্ষমার ঘোষণায় স্বাক্ষর করেছি। তাকে নিঃশর্তভাবে সম্পূর্ণ ক্ষমা করা হল।’
এ নিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন লিখেছে, এর ফলে আদালত হান্টার বাইডেনকে তার ওই অপরাধের জন্য শাস্তি দেবে না। সাজা ঘোষণা হলে তাকে হয়ত জেলে যেতে হত, এখন আর তা হবে না।