যুক্তরাষ্ট্র নির্বাচন: জর্জিয়ায় আগাম ভোট শুরু

Media

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই জমে উঠেছে। যেখানে গতমাসেই কয়েকটি রাজ্যে আগাম ভোট গ্রহণ শুরু হয়েছে। এবার গুরুত্বপূর্ণ দোদুল্যমান রাজ্য জর্জিয়ায় আগাম ভোট অনুষ্ঠিত হচ্ছে।

জর্জিয়া হলো ৭ টি গুরুত্বপূর্ণ দোদুল্যমান রাজ্যের একটি। মঙ্গলবার সকালে ভোটাররা সশরীরে ভোট দেওয়া শুরু করেন। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট কে হবেন তারা ব্যালটের মাধ্যমে সে সিদ্ধান্ত জানাবেন। পাশাপাশি রাজ্য এবং স্থানীয় নির্বাচনী প্রতিযোগিতার ক্ষেত্রে ভোটাররা তাদের রায় দেবেন।

এদিকে আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন দুই প্রধান প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস এবং তার প্রতিপক্ষ রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প। দুইজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।