ইসরায়েল ইস্যুতে ক্ষুব্ধ মুসলিম নেতাদের সঙ্গে কমলা হ্যারিসের সাক্ষাৎ

Media

ইসরায়েলের আগ্রাসী কর্মকাণ্ড নিয়ে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রের মুসলিম নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন কমলা হ্যারিস। দেশটির মিশিগানের ফ্লিন্টে আরব আমেরিকান ও অন্য মুসলিম নেতাদের সঙ্গে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় এই প্রার্থী সাক্ষাৎ করেছেন।

সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনের গাজা ও লেবাননে ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে। যেখানে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনে ক্ষুব্ধ দেশটির আরব–আমেরিকান ও মুসলিম ভোটাররা। আর এ অবস্থায় তাদের সমর্থন পুনরুদ্ধারের চেষ্টার অংশ হিসেবে ওই সাক্ষাৎ করেন কমলা। 

এর আগে ২০২০ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে মুসলিম ভোটারেরা খোলামেলাভাবেই ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের প্রতি সমর্থন দিয়েছিলেন। তবে এবার ডেমোক্র্যাট প্রার্থীর প্রতি সমর্থন প্রত্যাহার করতে পারেন তারা। এমনটি হলে বিশেষ করে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোর একটি মিশিগানে কমলাকে মূল্য দিতে হতে পারে।

এদিকে ইসরায়েলের সঙ্গে ইরান, লেবানন, ফিলিস্তিনের সংঘাত নিয়ে চলা সংকট যুক্তরাষ্ট্র সরকার যেভাবে মোকাবিলা করছে, তা নিয়ে আরব আমেরিকান ও মুসলিম নেতারা গভীর হতাশা প্রকাশ করেছেন। ফলে কমলাকে এসব যুদ্ধ থামাতে তার ক্ষমতা অনুযায়ী সবকিছু করা এবং এ অঞ্চল নিয়ে মার্কিন নীতি পুনর্নির্ধারণের অনুরোধ জানিয়েছেন মুসলিম নেতারা।