যুক্তরাষ্ট্রে স্কুলে শিক্ষার্থীর গুলিতে ২ জনের মৃত্যু

Media

ছাত্রীর গুলিতে এক শিক্ষক ও এক কিশোর শিক্ষার্থী নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে একটি খ্রিষ্টান স্কুলে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।

এ নিয়ে বিবিসির এক প্রতিবেদনে জানিয়েছে, ম্যাডিসনের পুলিশ প্রধান শন বার্নস হামলাকারী বা তাদের লিঙ্গ পরিচয় জানাতে অস্বীকৃতি জানালেও দেশটির সংবাদমাধ্যমে বলা হচ্ছে, হামলাকারী ১৭ বছর বয়সী এক নারী।

গুলি চালানোর আগে অ্যাবান্ডেন্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে উপস্থিত ছিলেন হামলাকারী, এমনটিই জানিয়েছে কর্তৃপক্ষ। তবে পরে তাকে ঘটনাস্থলে মৃত অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় আহত ছয় শিক্ষার্থীর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।