ট্রাম্পের মনোনীত মন্ত্রিসভার কয়েকজনকে বোমা হামলার হুমকি

Media

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রীসভার কয়েকজন ও হোয়াইট হাউস টিমের সদস্যরা বোমা হামলার হুমকি পেয়েছেন। মঙ্গলবার ও বুধবার এসব হুমকি দেওয়া হয় বিভিন্ন আন্তির্জাতিক সংবাদমাধ্যমে বলা হয়। যেখাসে পুলিশ হুমকির বিষয়টি তদন্ত করছে।

এ বিষয়ে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই জানায়, তারা অসংখ্য বোমা হামলার হুমকি এবং এ-সংক্রান্ত ভুয়া ফোনকলের তথ্য পেয়েছে। তবে তারা ধারণা করছে, মূলত লক্ষ্যবস্তুর বাড়িতে পুলিশ জড়ো করার জন্য এসব ভুয়া ফোনকল করা হয়েছিল।

যদিও বোমা হামলার হুমকি কারা দিয়েছে, মনোনীত কাদেরকে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে, সে ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করেনি এফবিআই।

কিন্তু সংবাদমাধ্যমে উঠে এসেছে ট্রাম্পের মন্ত্রিসভার প্রতিরক্ষা, আবাসন, কৃষি ও শ্রম মন্ত্রণালয়ের নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচিত ব্যক্তিসহ নয়জনের বিরুদ্ধে এসব হুমকি দেওয়া হয়েছে। এই তালিকায় জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন পাওয়া ব্যক্তিও আছেন।