বাফলোতে গাড়ি চুরির অভিযোগে ৪ ব্যক্তি গ্রেপ্তার

Media

গাড়ি চুরির অভিযোগে ৪ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এই খবর নিশ্চিত করেছে বাফলো পুলিশ।
এর আগে চলতি মাসের ২৩ তারিখ ফ্লেমিং স্ট্রিট হোম থেকে মার্সিডিজ এসইউভি গাড়িটি চুরি হয়। পরে অভিযোগ এলে এরি কাউন্টি শেরিফ এয়ার ওয়ান ও গাড়িটিকে ট্র্যাক করে।

ঘটনার তিন দিন পর ট্র্যাক করে ওয়াভের্যালি স্ট্রিটে গাড়িটি পাওয়া যায় ও ৪ সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়।