ইউনাইটেড হেলথকেয়ারের সিইওর সন্দেহভাজন হত্যাকারী গ্রেপ্তার

Media

ইউনাইটেড হেলথ কেয়ারের সিইও ব্রায়ান থম্পসনের হত্যাকারী সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তাকে সোমবার গ্রেপ্তারের পর পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

এ নিয়ে পুলিশ জানিয়েছে, পেনসিলভানিয়ার আলটুনা শহরের ম্যাকডোনাল্ডসের একটি দোকানে লুইজি মেনজিওনি (২৬) নামের ওই তরুণ খাবার খাচ্ছিলেন। তাকে দেখে দোকানের একজন কর্মী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রয়েছে।

পুলিশ জানিয়েছে, মেনজিওনির কাছে একাধিক ভুয়া পরিচয়পত্র পাওয়া গেছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি ভারী বন্দুকও জব্দ করা হয়েছে।

এর আগে গত বুধবার নিউইয়র্কের ম্যানহাটনে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ স্বাস্থ্যবিমা প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথকেয়ারের সিইও ব্রায়ান থম্পসনকে এক বন্দুকধারী গুলি করে হত্যা করা হয়। স্থানীয় সময় ৬টা ৪৫ মিনিটে হিলটন হোটেলের বাইরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এ হত্যাকাণ্ডের ঘটনায় নিউইয়র্ক পুলিশ বলেছে, ‘থম্পসনের পিঠে ও পায়ে গুলি করা হয়। তবে হত্যাকারী অনেক সময় ধরেই থম্পসনের জন্য অপেক্ষা করছিলেন। তাকে হত্যার উদ্দেশ্যেই হয়তো তার এই অপেক্ষা।’