৬৪টি ক্যাম্পাস জুড়ে আবেদন ফি মওকুফের ঘোষণা ‘সানি’ চ্যান্সেলরের

Media

স্টেট ইউনির্ভাসিটি অব নিউইয়র্কের (সানি) ৬৪টি ক্যাম্পাসের মধ্যে হাই স্কুলের সিনিয়রদের জন্য সর্বোচ্চ ৫টি ক্যাম্পাসে আবেদনের ফি মওকুফ করা হবে। সোমবার থেকে শুরু করে আগামী ৩ নভেম্বর পর্যন্ত এই সুযোগ থাকছে। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর জন কিং একটি বিবৃতিতে এমনটি ঘোষণা করেছেন।

অ্যাপ্লাইসানি অ্যাপ্লিকেশন এবং কমন অ্যাপ উভয়ের ক্ষেত্রেই এই ছাড় প্রযোজ্য হবে। তবে অ্যাপ্লাইসানি ব্যবহার করার সময় শিক্ষার্থীরা স্বয়ংক্রিয়ভাবে তাদের অ্যাপ্লিকেশনে প্রথম পাঁচটি ক্যাম্পাস মওকুফ দেখতে পাবে। আর কমন অ্যাপের জন্য, শিক্ষার্থীদের ক্যাম্পাস বাই ক্যাম্পাসে আবেদন করতে হবে।

এ নিয়ে দ্বিতীয় বছরের মতো আবেদন ফি মওকুফের ঘটনা ঘটল। যেখানে এই ক্যাম্পেইন এর লক্ষ্য কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে আবেদনকারী ছাত্রদের সংখ্যা বৃদ্ধি করা।