আসছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে সমর্থন জানিয়েছেন লেবানন বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের একটি দল। শুক্রবার একটি চিঠিতে এই সমর্থন জানান তারা।
চিঠিতে লেখা হয়, জো বাইডেনের আমলে লেবাননের প্রতি যুক্তরাষ্ট্রের ‘নিরবচ্ছিন্ন’ সমর্থন ছিল। তারা প্রত্যাশা করছেন, কমলা নভেম্বরের নির্বাচনে জয়ী হলে (লেবাননের প্রতি) সমর্থন আরও বাড়বে।
কমলা এমন একটি সময়ে এই সমর্থন পেলেন, যখন লেবাননে ইসরায়েলি হামলা চলছে। এ নিয়ে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত বছর থেকে ইসরায়েলের হামলায় দেশটিতে অন্তত ২ হাজার ৩৫০ জন নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন আরও ১২ লাখের বেশি মানুষ।