ডাকাতির দায়ে বাফলোর ২ ব্যক্তির সাজা

Media

ডাকাতির দায়ে বাফলোর দুই ব্যক্তির সাজা হয়েছে। ২০২৩ সালে ভুক্তভোগীর বাড়িতে জোর করে ঢুকে অস্ত্র দেখিয়ে টাকা ছিনিয়ে নেন তারা। এরিয়ে কাউন্টি ডিস্ট্রিক অ্যাটর্নির অফিস থেকে এসব তথ্য দেওয়া হয়েছে।

পুলিশ কর্মকর্তাদের থেকে জানা যায়, ক্রিস্টিয়ান পালামারা ও টের‌্যান্স হেনেগান নামের দুই আসামির বয়সই ২৪ বছর। তারা ২০২৩ সালের ডিসেম্বরে কোনো এক সন্ধ্যায় বাফলোর ম্যানিটোবা স্ট্রিটের সেই বাড়িতে বেআইনিভাবে প্রবেশ করেন। তাদের সঙ্গে অস্ত্র ছিল ও তারা ভুক্তভোগী থেকে ৩ হাজার ডলার জোর করে ছিনিয়ে নেন।

তারা দুজনেই তাদের দোষ স্বীকার করে নিয়েছেন। যেখানে পালামারাকে ৮ বছর ও হেনেগানকে ১০ বছরের সাজা দেওয়া হয়েছে।