উত্তর বাফলোতে গুলির ঘটনা তদন্ত করছে পুলিশ। স্থানীয় সময় মঙ্গলবার গুলির ঘটনা ঘটে। বিকেল ৩টা ২৪ মিনিটে একজন পুরুষ ভুক্তভোগীর পায়ে গুলি লাগে।
তবে ১৩১ অ্যাকাডেমি স্কুলের কাছে ১৯ অ্যালডেন অ্যাভিনিউতে হওয়া এই ঘটনার সন্দেহভাজন এখনও পলাতক। এমনটিই জানিয়েছেন মুখপাত্র।
ভুক্তভোগীর আঘাত অবশ্য সংকটাপন্ন নয়। তাকে ইসিএমসি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
আমহার্স্টের নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার
আমহার্স্টের নিখোঁজ এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ডজ রোডের কাছে পানিতে লেহ বেলিত্তোর (২৯) লাশ পাওয়া যায়। যেখানে সবশেষ তাকে গত শনিবার এক প্রতিবেশির বাড়িতে দেখা যায়।
এ নিয়ে স্থানীয় পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে এক পথচারী মরদেহ দেখতে পান। তবে তার দেহে কোনো আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। তার মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।
বেলিত্তো ২০১৫ সালে বাফলোর নারডিন অ্যাকাডেমি থেকে স্নাতক সম্পন্ন করেন। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট রেবেকা রিডার জানান, নারডিন কমিউনিটি বেলিত্তোর পরিবারের জন্য প্রার্থনা করছে।
বাফলোতে বাংলাদেশি যুবক গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের বাফলোতে বাংলাদেশি এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার জেনেসি ও হারলেম কর্ণারে স্পিডওয়ে গ্যাস স্টেশন থেকে রানা নামের যুবককে সকাল ৮ টায় ইমেগ্রেশন পুলিশ গ্রেপ্তার করে। তার গ্রামের বাড়ী বাংলাদেশের নোয়াখালীতে।
জানা যায়, রানার অ্যাসাইলাম মামলা চলছে। তবে ওয়ার্কপারমিট নেই। অ্যাসাইলাম রিজেক্ট হওয়ার পর নতুন করে আপিল করা হয়েছে। এ বিষয়ে তার এক আত্মীয়ের বরাতে জানা যায়, রানার বিষয়ে অ্যাটর্নি কাজ করছে। ধারণা করা হচ্ছে রানাকে ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে গ্যাস স্টেশন লোকেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাসা ইস্ট ডেলিভান সংলগ্ন। বর্তমানে সে ইনডিফেন্ট কট্রাক্টর হিসেবে কাজ করছে।
বাফলোতে ইতিমধ্যে বেশ কয়েকজন নথিপত্র ছাড়া ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এই প্রথম কোন বাংলাদেশি গ্রেপ্তার হলেন।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বাফলোর সাবেক এক পুলিশ কর্মকর্তা বাফলো প্রতিদিনকে জানান, গ্রেপ্তারের ব্যাপারে বাফলো পুলিশ কিছু জানে না। এটা সম্পূর্ণ ইমেগ্রেশন পুলিশের এখতিয়ার। তবে তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে যাদের নথিপত্র নেই ও মামলা চলমান রয়েছে।
উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে আন ডকুমেন্টটেড গ্রেপ্তার অভিযানের মধ্যে এ পর্যন্ত ৫ জন বাংলাদেশি গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। নিউইয়র্ক সিটিতে ২ জন ফিলাডেলফিয়াতে ১ জন ও বাফলোতে একজন এবং আটলান্টাতে একজন।
শিশু অসদাচরণের অভিযোগে আমহার্স্টের শিক্ষক গ্রেপ্তার
বাফলোর আমহার্স্ট সেন্ট্রাল হাই স্কুলের একজন শিক্ষককে একাধিক গুরুতর শিশু অসদাচরণের অভিযোগে শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে। নিউইয়র্ক স্টেট পুলিশ এমনটি নিশ্চিত করেছে।
শনিবার সুপারিনটেনডেন্ট অ্যান্থনি প্যানেলা অনুষদ, কর্মী ও পরিবারের উদ্দেশ্যে লেখা একটি চিঠিতে বলেছেন, আমহার্স্টের ৪৫ বছর বয়সী জিওফ্রে টেস্টা জেলার একজন ইংরেজি শিক্ষক। যেখানে টেস্টার লিঙ্কডইন প্রোফাইল থেকে জানা যায়, তিনি ২০০৬ সাল থেকে জেলায় কাজ করছেন।
চিঠিতে প্যানেলা জানিয়েছেন ফেয়ারফ্যাক্স কাউন্টি শেরিফের অফিস নিউইয়র্ক স্টেট পুলিশের সাথে টেস্টার তদন্তের বিষয়ে যোগাযোগ করা হয়েছে। যাকে ‘একজন শিশুর সাথে জড়িত অনলাইন অসদাচরণের অভিযোগে’ গ্রেপ্তার করা হয়েছে।