যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। প্রধান দুই প্রার্থী ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস এবং রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প এবার ‘রাস্ট বেল্ট’ভুক্ত (আগে স্টিল বেল্ট হিসেবে পরিচিত) দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোয় শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সময় পার করছেন।
আগামী ৫ নভেম্বর জাতীয় নির্বাচন শুরু। যেখানে নির্বাচনের ৪ দিন আগে শুক্রবার স্পর্শকাতর ওই সব অঙ্গরাজ্যের কয়েকটিতে জনসমাবেশ করেন কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের উত্তর–পূর্ব, মধ্য–পশ্চিম ও দক্ষিণের সর্বোত্তরের অঞ্চল নিয়ে ‘রাস্ট বেল্ট’ অঙ্গরাজ্যগুলো গঠিত।
বিভিন্ন জনমত জরিপের ফলাফলে দেখা যাচ্ছে, সমর্থনের দিক থেকে দুজন সমানতালে এগোচ্ছেন। এ অবস্থায় জয়–পরাজয়ের বিষয়টি মূলত নির্ভর করছে উইসকনসিন, মিশিগানসহ দোদুল্যমান সাত অঙ্গরাজ্যে কে এগিয়ে বা পিছিয়ে থাকেন, সেটির ওপরে।
এদিকে ট্রাম্প ও কমলার উভয়েই গতকাল সারা দিন নির্বাচনী প্রচারে সময় কাটান। উইসকনসিনের সবচেয়ে বড় শহর মিলওয়াকিতে জনসমাবেশের মধ্য দিয়ে এদিনের প্রচার কর্মসূচি শেষ করেন তারা।