অভিবাসী হটানোর হুমকি ট্রাম্পের

Media

শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের। প্রচার-প্রচারণার ব্যস্ত সময় পার করছেন প্রধান দুই দল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

আসন্ন নির্বাচনে অভিবাসীদের জন্য আতঙ্কের নাম হয়ে উঠেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। কেননা অভিবাসনবিরোধী কড়া বক্তব্য তিনি দিয়েই যাচ্ছেন।

রবিবার নিউইয়র্ক অঙ্গরাজ্যের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে নির্বাচনী সমাবেশ করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প। সেখানে তিনি হুমকি দিয়ে বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে হোয়াইট হাউসে যাওয়ার পর প্রথম দিন থেকেই তিনি অভিবাসী বিতাড়নে কাজ শুরু করবেন এবং ‘অভিবাসী আক্রমণের’ ধারা উল্টে দেবেন।

এদিকে আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এ নির্বাচনে বিভিন্ন জরিপে কমলা ও ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।